শিরোনামঃ
![]() ১৭-১২-২০২১ ০৩:৩৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ থ্যালাসেমিয়া আক্রান্ত প্রতিবন্ধী শিশুকে চিকিৎসার জন্যে হাসপাতালে নেয়ার পথে মারপিটকারী এজাহারনামীয় দুই নম্বর আসামীকে প্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুল আলিম লিটন (৪২) উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আলিমুদ্দিনের পুত্র। শুক্রবার(১৭ ডিসেম্বর) বেলা এগারটায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাজিপুর থানায় দেয়া মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সোনামুখী উত্তর পাইকপাড়া গ্রামের আল কিবরিয়া ও শিরিন আক্তার দম্পতি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত পুত্রকে নিয়ে গত ১৮ নভেম্বর হাসপাতালের উত্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় নিজ বাড়ির নিকট ওই দম্পতির উপর পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের সোহেল রানা, আব্দুল আলিম লিটন ও তার লোকজন আক্রমণ করে। এসময় মারপিটে গুরুতর আহত হন আল কিবরিয়া ওরফে তুষার। এই ঘটনায় ওইদিনই কাজিপুর থানায় সাতজনকে আসামী করে মামলা দায়ের করেন শিরিন আক্তার।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, আটক আসামীকে আদালতে প্রেরণ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com