শিরোনামঃ
![]() ১২-১২-২০২১ ০৫:১১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
রবিবার(১২ ডিসেম্বর) ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস।সিরাজগঞ্জের কাজিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশকে উন্নয়নের স্বপ্নিল পথে নিয়ে যাবার এই প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। সকালে এক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর কাজিপুর উপজেলা প্রশাসন ও সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক জামিল হোসেন। এরপর ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ বিষয়ে উপস্থিত বর্ক্তৃতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এতে অংশ নেয়। এরপর কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারি অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা সুলতানা শাপলা, মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা, তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হরিনাথাপুর এএম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন, নৌকার চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান বিপ্লব, জহুরুল ইসলাম।
এরপর দুপুরে উপজেলার স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, ২০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, ৫২ হাজার ওয়েবসাইট, ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ এক হাজার ৫০০ ধরনের সেবা দেশের মানুষ গ্রহণ করছে। তিনি বলেন, ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে, হাই-টেক পার্ক স্থাপন করা হয়েছে, ১০ কোটি মানুষ মোবাইল ফাইন্যান্সিংয়ের সুবিধা পাচ্ছে। এতে দুর্নীতি ও অপচয় দূর করে স্বচ্ছতা ও সততা নিশ্চিত করা সম্ভব হয়েছে। দেশের ১৭ কোটি মানুষ ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com