শিরোনামঃ
![]() ০৯-১২-২০২১ ০৮:৫৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজীপুরের ৬ নং মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল , ভাঙ্গারছেঁও, পোড়াবাড়ি গ্রামের মানুষের আবারও সেবা করতে চান আব্দুস সালাম। তিনি এখনও এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। ।আজ বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) তিনি মনোনয়নপত্র জমা দেন। গত দুই বার তিনি নির্বাচিত হয়ে ৬ নং ওয়ার্ডের লোকজনের পাশে ছিলেন সুখে দুঃখে। তিনি নদী ভাঙ্গনের ছোবল থেকে গ্রামবাসিকে রক্ষা করতে সর্বদা প্রহরির মতো দায়িত্ব পালন করেছেন। এখনও করে যাচ্ছেন। ভাঙন দেখা দিলেনও তিনি সেখানে রক্ষার জন্যে নিজ উদ্যোগে জিওব্যাগসহ নানা কার্যক্রম গ্রহণ করেন। পরে তিনি পাউবোর সাথে সমন্বয় করেন। তিনি একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। অনেক কাঠখড় পুড়িয়ে তিনি বিলচতল ঈদগা মাঠ ও বিলচতল কবরস্থান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
এছাড়া সরকারি সকল বরাদ্দের সুষ্ঠু বণ্টন করেছেন হতদরিদ্রদের মাঝে। করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে ছিলেন তিনি। এলাকার মানুষের একমাত্র আশ্রয়স্থল এখন মাইজবাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। দলের পদে রয়েছেন বলে বরাদ্দ আনতে তিনি ভূমিকা রাখতে পারেন। এরফলে ওয়ার্ডবাসী সুবিধা বেশি পেয়ে থাকেন। এ কারণে এবার তিনি নির্বাচন না করতে চাইলেও ওয়ার্ডবাসী তাকে জোর করে নির্বাচনে নিয়ে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com