বেলকুচিতে আ’লীগ ২, স্বতন্ত্র ২ বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন নির্বাচিত
২২ অক্টোবর, ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ন

  

বেলকুচিতে আ’লীগ ২, স্বতন্ত্র ২ বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-১১-২০২১ ১০:১৮ অপরাহ্ন
বেলকুচিতে আ’লীগ ২, স্বতন্ত্র ২ বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন নির্বাচিত

জহুরুল ইসলাম: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ নভেম্বর) ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার দিকে উপজেলা রিাটর্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়- আ’লীগ মনোনীত ২, স্বতন্ত্র ২ ও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এরা হলেন- রাজাপুর ইউনিয়নে আ’লীগের সনিয়া সবুর আকন্দ (নৌকা) ১৪৪৪০ ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (আনারস) প্রতীকে পেয়েছেন ৭৭৮০ ভোট। বড়ধুল ইউনিয়নে আ’লীগের আছির উদ্দীন মোল্লা (নৌকা) ৪২৮৩ ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহাম্মেদ (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৮৫৮ ভোট। ভাঙ্গাবাড়ী ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম (মাটরসাইকেল) ৮৯৪৪ ভোট ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রাকিবুল হাসান (চশমা) ৫৯১৭ ভোট এবং আ’লীগের মনোনীত প্রার্থী গাজী ফজলুল হক ভাসানী (নৌকা) ৪২৯৬ ভোট। ধুকুরিয়া বেড়া ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন (আনারস) প্রতীকে পেয়েছেন ১২৯৭৬ ও আ’লীগের প্রার্থী জিল্লুর রহমান (নৌকা) পেয়েছেন ৭৬১৪ ভোট। এছাড়া উপজেলার বেলকুচি সদরে মির্জা সোলায়মান হোসেন ও দৌলতপুর ইউপিতে আশিকুর রহমান লাজুক বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-১১-২০২১ ১০:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1704 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com