তাড়াশে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন এমপি আজিজ
২০ মার্চ, ২০২৫ ০৪:১৪ পূর্বাহ্ন

  

তাড়াশে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন এমপি আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৬-০৮-২০২১ ০৩:৪৭ অপরাহ্ন
তাড়াশে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন এমপি আজিজ
করোনার মহাসংকটে চলমান বিধিনিষেধে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদস সদস্য অধ্যাপক ডা. মো আব্দুল আজিজ বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন। 

এরই ধারাবাহিকতায় শুক্রবার  (৫ জুলাই) দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ে মাঠে ৪শত জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদস সদস্য অধ্যাপক ডা. মো আব্দুল আজিজ। 

রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদস সদস্য অধ্যাপক ডা. মো আব্দুল আজিজ  বলেন, যতদিন বেচে আছি ততদিন আমি মানুষের পাশে থেকে সেবা করে যাবো। যতদিন শেখ হাসিনার হাতে এই দেশ থাকবে, ততদিন এই দেশের একটি মানুষও অনাহারে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, করোনা মহামারী থেকে বাচতে মাস্ক পড়–ন, টিকা গ্রহন করুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। যাদের মধ্যে করোনা উপসর্গ রয়েছে তারা করোনা পরিক্ষা করবেন বলে আহবান জানান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, মহিলা ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্নসম্পাদক এস আলম, উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, মাধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাধন চন্দ্র, মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার্দী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৮-২০২১ ০৩:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1647 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com