রাজশাহী বিভাগীয় ডিজিটাল সেন্টার পরিচালক ফোরামের সভাপতি নাদিরা, সম্পাদক রফিকুল
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০৮-২০২১ ০৯:৩৭ অপরাহ্ন
|
|
রাজশাহী বিভাগীয় ডিজিটাল সেন্টার পরিচালক ফোরামের সভাপতি নাদিরা, সম্পাদক রফিকুল
বর্তমান সরকারের ব্রেইনচাইল্ড হিসাবে খ্যাত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকদের সংগঠন “ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম” এর রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাটোরের মোছাঃ নাদিরা পারভীনকে সভাপতি এবং সিরাজগঞ্জের মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার (৪ আগষ্ট) বিকাল ৩.০০ টায় পূর্বঘোষিত ভিডিও কনফারেন্সে পবিত্র ধর্মগ্রন্থ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ইতোমধ্যে যে সকল উদ্যোক্তবৃন্দ মৃত্যুবরণ করেন তাদের আত্মার মাগফেরাত ও অসুস্থ সহকর্মীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। নবগঠিত কমিটিতে নাটোরের মোছাঃ নাদিরা পারভীনকে সভাপতি ও সিরাজগঞ্জের মোঃ রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও সহ-সভাপতি হিসাবে বগুরার মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক চাপাইনবাবগঞ্জের মোঃ রোকন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পাবনার মোঃ মাহবুব কাওসার নির্বাচিত হয়েছেন।
এসময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় পরিচালক ফোরামের সভাপতি হাজী মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব আলীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত ভার্চুয়াল সভার সভাপতিত্ব করেন বগুড়া জেলা ফোরামের সাবেক সভাপতি মোঃ ওমর ফারুক। এসময় আলোচকবৃন্দ বলেন, করোনা কালীন সময় বিনা পরিশ্রমে দিনরাত কাজ করলেও তাদের প্রতি সরকারের অবহেলা করছে। এছাড়াও যেকোন মূল্যে সরকারি কর্মচারীর মর্যাদা ও বেতন ভাতা আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৮-২০২১ ০৯:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1652 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ