কাজিপুরে চারশ বোতল এ্যালকোহল ও আধা কেজি গাঁজাসহ দুইজন আটক
১৪ অক্টোবর, ২০২৫ ০৮:৩০ পূর্বাহ্ন

  

কাজিপুরে চারশ বোতল এ্যালকোহল ও আধা কেজি গাঁজাসহ দুইজন আটক

আব্দুল জলিল
০৪-০৮-২০২১ ০৩:০৮ অপরাহ্ন
কাজিপুরে চারশ বোতল এ্যালকোহল ও আধা কেজি গাঁজাসহ দুইজন আটক

 

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে  চারশ বোতল এ্যালকোহল ও আধা কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে । মঙ্গলবার (৩ আগস্ট)  রাতে  গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 আটককৃতরা হলো উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের মৃত ছোহরাব ফকির ওরফে জট পাগলার স্ত্রী  তারা ভানু(৫৫)। তার নিকট থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।আর উপজেলার ঢেকুরিয়া বাজারে হোমিওপ্যাথিক ঔষধের দোকানে অভিযান চালিয়ে বিলচতল গ্রামের  মৃত আমজাদ হোসেনের পুত্র রঞ্জু মিয়া (৩৮)কে চারশ বোতল এ্যালকোহলসহ আটক করে।

 পুলিশ জানায় আটক রনজু দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে এ্যালকোহলসহ, ইয়াবা, বাবা এসব  বিক্রি করে আসছিলো। অনুমোদনহীন এই এ্যালকোহল  নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমদানি করতো রনজু। 

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, আটক এ্যালকোহল ও গাঁজা কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার(৪আগস্ট)দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আব্দুল জলিল ০৪-০৮-২০২১ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 971 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com