তাড়াশে জনবান্ধব ইউএনও মেজবাউল করিম
১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:৫১ অপরাহ্ন

  

তাড়াশে জনবান্ধব ইউএনও মেজবাউল করিম

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-০৮-২০২১ ০৩:৫২ অপরাহ্ন
তাড়াশে জনবান্ধব ইউএনও মেজবাউল করিম

সরকারী অনেক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে জনগণের রয়েছে অনেক অভিযোগ। তবে এর মধ্যে রয়েছেন ব্যাতিক্রম জনবান্ধব, কঠোর পরিশ্রমী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম। তাঁর সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। 

তথ্য সুত্রে জানা যায়, ২০২০ সালের ১ সেপ্টেম্বর তিনি তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি উপজেলা প্রশাসনকে নিজের মতো করে ঢেলে সাজান। উদ্যোগ নেন দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম ও দুর্নীতি দূর করে এই উপজেলাকে একটি আধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার। তাঁর সততা ও কর্মদক্ষতায় উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকা-ে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরে আসতে শুরু করে। কমে যায় জনভোগান্তি আর বৃদ্ধি পায় জনসেবার মান। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন ও জনকল্যাণমুলক কাজ করে দক্ষ প্রশাসক হিসেবে উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।

খোঁজখবর নেন সমাজের অবহেলিত গরিব-দুঃখী মানুষের। পরিদর্শন করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উপজেলার উন্নয়ন প্রকল্প। কোথাও কোনো সমস্যা দেখলে নেন প্রয়োজনীয় ব্যবস্থা। তাছাড়াও মানুষের পাশে থেকে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছেন। করোনায় কর্মহীন, দিনমজুর, চা-দোকানি, করাতকল শ্রমিক, কাঠমিস্ত্রীসহ সকল দুস্থ্য ও হতদরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দিয়েছেন।

 

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, ইউএনও মহোদয় একজন সৎ, মানবিক, জনবান্ধব, সুদক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তিনি যোগদানের পর থেকে সকল শ্রেণীর মানুষ দ্রুত সেবা পাচ্ছেন। এ ছাড়া মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে তাড়াশ ইউএনও মাঠে ছুটে চলেছেন রাতদিন অবধি। 

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল জানান, ইউএনও মহোদয় একজন জনবান্ধব মানুষ। তার উন্নয়নমুলক ও প্রশাসনিক কর্মকা-ে আমরা জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সন্তোষ্ট। 

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন বাস্তবায়ন ও তাড়াশকে একটি আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। এটি আমার ওপর অর্পিত দায়িত্ব। তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। নিজে কি পেলাম সেটা বড় কথা নয়, দেশ ও জাতীর জন্য কি করতে পারলাম সেটাই বড় কথা। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সব সময় চেষ্টা করি মানুষের দুঃখ-কষ্ট লাঘবের। আমি হয়তো একদিন এই উপজেলায় থাকব না, কিন্তু থেকে যাবে আমার কর্ম। যদি ভালো কাজ করে যেতে পারি, তাহলে আমি নিজে শান্তি পাব।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৮-২০২১ ০৩:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2449 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com