শিরোনামঃ
নিউজরুম ০৩-০৮-২০২১ ০২:১২ অপরাহ্ন |
আন্তর্জাতিক সেবাধর্মী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব 315 A2 অন্তর্ভুক্ত সিরাজগঞ্জ যমুনা 'র ২০২১-২০২২ কমিটি অনুমোদন লাভ করেছে। মাননীয় জেলা গভর্নর জনাব লায়ন জালাল আহমেদ এমজেএফ মহোদয়ের আহবানে 'ভালোবাসি দেশকে, সেবা করি মানুষকে ' -প্রত্যয় নিয়ে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা'র যাত্রা শুরু হয়েছে।
নবগঠিত কমিটিতে লায়ন মাসউদ করিম চার্টার প্রেসিডেন্ট, লায়ন মোঃ শাহীন আক্তার সেক্রেটারি এবং লায়ন মোঃ জাহিদুল ইসলাম ট্রেজারার পদে নির্বাচিত হন। লায়ন মোঃ হাসানুর রহমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট,লায়ন বুলবুল আহমেদ সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এবং লায়ন মোঃ আসাদুজ্জামান থার্ড ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। বোর্ড অব ডিরেক্টরস নির্বাচিত হন লায়ন প্রকৌশলী আবু রায়হান, লায়ন প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, লায়ন প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান, লায়ন সাব্বির আহমেদ তামিম, লায়ন মোঃ ইকবাল হোসেন রাজু, লায়ন আব্দুল আজিজ, লায়ন ডাঃ মেরাজুল ইসলাম শেখ এবং লায়ন আসমা আক্তার। কমিটির সদস্যগণ হলেন লায়ন মোহাম্মদ আলী জিন্নাহ , লায়ন মোঃ মোস্তাফিজুর রহমান, লায়ন মোঃ রফিকুল ইসলাম, লায়ন মোঃ বেলাল হোসেন,লায়ন মোঃ লিয়াকত আলী এবং লায়ন সাইদা নাসরিন।
লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা'র পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 315 A2 মাননীয় গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ,ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াহাব এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডঃমোঃ বশির উল্লাহ, কেবিনেট সেক্রেটারি মহসিন ইমাম চৌধুরী পিএমজেফ, জিএসটি কো -অর্ডিনেটর লায়ন আনিসুর রহমান এমজেএফ, জিএসটি কো -অর্ডিনেটর লায়ন কামরুল হাসান এমজেএফ, লায়ন মন্জুর কাদের, কো - অর্ডিনেটর, রাজশাহী বিভাগ,লায়ন দেবদুলাল দাস,প্রেসিডেন্ট,সংশপ্তক, বগুড়া, লায়ন রাকিব হোসেন, সেক্রেটারি, সংশপ্তক, বগুড়া, স্পন্সরঃ লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্হান, গাইড লাইন, লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু, প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com