তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখের পাঁচ বছর পুর্তি
২০ মার্চ, ২০২৫ ০৪:০৮ পূর্বাহ্ন

  

তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখের পাঁচ বছর পুর্তি

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০২-০৮-২০২১ ০৩:৫০ অপরাহ্ন
তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখের পাঁচ বছর পুর্তি


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বাবুল শেখের নির্বাচিত হওয়ার পাঁচ বছর পূর্ন হয়েছে। 

সোমবার (২আগষ্ট) তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল শেখ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে ৫বছর পুর্বে এইদিনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহন করেন। 

জানা যায়, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ খুব ছোট বেলা থেকেই পারিবারিকভাবে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি তাড়াশ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। পরে উপজেলা ছাত্রলীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন। এরপর তার নীতি আদর্শকে সম্মান জানিয়ে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের দাবীর প্রেক্ষিত সাধারন মানুষের ভালোবাসা নিয়ে গত ২০১৬ সালের ২৩ এপ্রিল নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে নিবার্চিত হয়ে ২রা আগষ্ট দায়িত্ব গ্রহন করেন। 

তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল শেখ এরপর থেকে ইউনিয়নবাসীর পাশে রয়েছেন। সাধারন জনগনের সুখ, দু:খে পাশে থেকে সেবা করে আসছেন। এলাকার, রাস্তাঘাট, স্কুল, কবরস্থানসহ নানা উন্নয়ন করেছেন। করোনা মহামারিকালীন চেয়ারম্যান মো. বাবুল শেখ কখনও ব্যাক্তিগত ,কখনোও সরকারী বরাদ্দের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন। 


তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল শেখ  বলেন, ষড়যন্ত্র আর ষড়ষন্ত্র,বিরোধীতা আর বিরোধীতার মধ্যে দিয়ে আল্লাহ্ অশেষ রহমতে সাধারন মানুষের ভালোবাসা নিয়ে তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর পূর্ণ হলো। মহান করুনাময় সৃষ্টিকর্তা যেন সততা, ন্যায়নিষ্ঠার সহিত গরীব,দুঃখী অসহায় মানুষের পাশে থেকে সেবা করার তৌফিক দান করে এবং যে কয়দিন বেঁচে থাকবো সে কয়দিন যেন মানুষের সেবা করতে পারি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০২-০৮-২০২১ ০৩:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1760 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com