চৌহালীতে কঠোর লকডাউনে আবারো বাল্যবিবাহের আয়োজন,বন্ধ করলেন ইউএনও
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৩৪ পূর্বাহ্ন

  

চৌহালীতে কঠোর লকডাউনে আবারো বাল্যবিবাহের আয়োজন,বন্ধ করলেন ইউএনও

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০২-০৮-২০২১ ০৩:৩০ অপরাহ্ন
চৌহালীতে কঠোর লকডাউনে আবারো বাল্যবিবাহের আয়োজন,বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় চলমান কঠোর লকডাউনে আবারো বাল্যবিবাহের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন চৌহালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

তিনি দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন। রবিবার রাতে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে চাঁদপুর গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে বেলকুচি উপজেলার জোকনালা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী(২৫) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

কনে অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করেন এবং কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। বাল্যবিবাহ বন্ধে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-০৮-২০২১ ০৩:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 853 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com