সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০১-০৮-২০২১ ১০:৩৬ অপরাহ্ন
|
|
সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
রোববার (১ আগষ্ট) ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুল রোড ধোপাকান্দি ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত শিমুল হক (১৯) নামে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার মি. জন রানা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতা শিমুল হককেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিমুল হক স্বীকার করেন, তিনি দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।এ ঘটনায় মামলা দায়েরের পর সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০১-০৮-২০২১ ১০:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 673 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ