তাড়াশে মানবসেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে শিক্ষক আব্দুস সালাম
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৮ পূর্বাহ্ন

  

তাড়াশে মানবসেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে শিক্ষক আব্দুস সালাম

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০৮-২০২১ ১২:৪৬ অপরাহ্ন
তাড়াশে মানবসেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে শিক্ষক আব্দুস সালাম

 

মানব সেবায় ব্রত নিয়ে অসহায় মানুষের মুখে হাসিটা ফুটানো যার নেশা, তিনি হলেন সিরাজগঞ্জের তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। তার নীতি-নৈতিকতা মানুষের প্রতি দরদ ও আন্তরিকতায় বেশ সুনাম কুড়িয়েছেন। উপজেলার পৌর সদরের থানা পাড়ার বাসিন্দা তিনি। 

জানা যায়, উপজেলার সাধারণ মানুষের ভালোবাসার টানে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পরও যে সময়টুকু তার হাতে থাকে সে সময়কে ব্যয় করছেন সাধারণ মানুষের কল্যাণে। তাই তিনি তাড়াশ পৌর সদরের হাসপাতাল গেটে গড়ে তুলেছেন “সিয়াম-সিফাত-সাইফ মানবতা ভোজনালয়” নামে একটি ব্যাক্তিগত তহবিল থেকে পরিচালিত সংগঠন। 

রোববার (১আগষ্ট) দুপুরে তাড়াশ হাসপাতাল গেট সংলগ্ন “সিয়াম-সিফাত-সাইফ মানবতা ভোজনালয়”এ গিয়ে দেখা যায়, ভিক্ষুক, ছিন্নমুল, ভাসমান ও অসহায় মানুষদের রান্না করা খাবার বিতরণ করছেন।

শিক্ষক আব্দুস সালাম, নিজ অর্থায়নে দীর্ঘদিন ঘরে অসহায় নিষ্পেষিত সাধারণ মানুষদেরকে আর্থিক সহযোগিতা, প্রতিদিন একবেলা ভিক্ষুক, ছিন্নমুল, ভাসমান ও অসহায় মানুষকে রান্না করা খাবার তুলে দিচ্ছেন । তাছাড়া খাদ্য বিতরণ, কাপড় বিতরণ, ঈদুল আজহা ও ঈদুল ফিতরে ঈদ সামগ্রী বিতরণ করছেন প্রতিনিয়ত। 

তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, সমাজের অসহায়,ছিন্নমুল ও দরিদ্র মানুষ রয়েছেন তাদের জন্য আমার মানবতা ভোজনালয়ে দুপুরে একবেলা রান্না করা খাবেন। আমার ব্যাক্তিগত তহবীল থেকে পরিচালিত এ মানবতা ভোজনালয়। আর আমার নেশা হলো গরীব, অসহায় মানুষের সেবা করা। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০৮-২০২১ ১২:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1299 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com