বেলকুচিতে সরকারি চাউল জব্দ
১৪ অক্টোবর, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

  

বেলকুচিতে সরকারি চাউল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩১-০৭-২০২১ ০৮:৫৮ অপরাহ্ন
বেলকুচিতে সরকারি চাউল জব্দ
সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি চাউল জব্দ করেছে থানা পুলিশ। শনিবার (৩১ জুলাই) দুপুরে বেলকুচি-কামারখন্দ আঞ্চলিক সড়কের তামাই কুঠিপাড়া এলাকা থেকে ৯ বস্তা সরকারি চাউল জব্দ করা হয়। চাউল জব্দের সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, সহকারী উপ-খাদ্য পরির্দশক মনিরুল ইসলাম, থানা পুলিশের উপ-পরিদর্শক মুনসুর রহমান। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তামাই কুঠিপাড়া আঞ্চলিক সড়কের উপর থেকে বেওয়ারিশ ভাবে পরে থাকা অবস্থায় ৯ বস্তা সরকারি চাউল জব্দ করেছি। চাউলগুলো বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩১-০৭-২০২১ ০৮:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 927 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com