শিরোনামঃ
আব্দুল জলিল ৩১-০৭-২০২১ ০৩:১১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে প্রধান সড়কের পাশের হাট-বাজারগুলোর জলাবদ্ধতা নিরসনে নালাখনন ও সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। বিআরডিসি প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করছে রোডস্ অ্যাণ্ড হাইওয়ে।
শনিবার(৩১ জুলাই) সকালে উপজেলার চালিতাডাঙ্গা বাজারে নালাখনন ও ১শ মিটার সিসি ঢালাইয় কাজের উদ্বোধন করেন রোডস্ অ্যাণ্ড হাইওয়ের প্রকৌশলী নাজমুল হক।
এই প্রকল্পের মাধ্যমে মেঘাই বাজার থেকে পশ্চিম দিকে উপজেলার শেষ সীমানা পাইকপাড়া বাজার পর্যন্ত ১০ কিমি প্রধান সড়কটি মেরামত করা হবে।
প্রথম ধাপে প্রধান সড়ক সংলগ্ন বাজারগুলোর সামনের অংশের রাস্তার তিনশ ২৮ ফুট করে মেরামত করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com