শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩০-০৭-২০২১ ০৫:৪৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ তার নির্বাচনী এলাকা তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গার দুই সপ্তাহের বিধি নিষেধে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল, হতদরিদ্র ও দিনমজুর ৬শত মানুষের মধ্যে প্রতিদিন রান্না করা খাবার বিতরণ করেছেন।
এরই ধারাবাহিকতায় খাবার বিতরণের চতুর্থ দিনে শুক্রবার (৩০ জুলাই) দুপুরে তাড়াশ ডিগ্রী কলেজ এলাকা, বারুহাস , রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে সলঙ্গা থানার মালতিনগর আমতলা বাজারে ভাসমান ও ছিন্নমূল ৬শত মানুষরে মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজি, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন,সলঙ্গা থানা আওয়ামী লীগের আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু, এ্যাডভোকেট নুরুল ইসলাম, তাড়াশ উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, তাড়াশ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হক ও সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন
সহ আরো অনেকেই।
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট পর্যন্ত এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com