প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের আওতায় বেলকুচিতে ওএমএস'র চাউল-আটা বিক্রি চলছে
১২ অক্টোবর, ২০২৫ ০৮:২৮ পূর্বাহ্ন

  

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের আওতায় বেলকুচিতে ওএমএস'র চাউল-আটা বিক্রি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-০৭-২০২১ ০৩:২১ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের আওতায় বেলকুচিতে ওএমএস'র চাউল-আটা বিক্রি চলছে
করোনা ভাইরাসের চলমান সংক্রমণের ফলে আরোপিত বিধিনিষেধের জন্য ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় ৬ জন ওএমএস'র ডিলারের মাধ্যমে প্রতিদিন ৬ হাজার কেজি চাউল এবং ৪ হাজার কেজি আটা বিক্রি চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস এর বিশেষ কার্যক্রম হিসাবে জনপ্রতি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাউল ও ১৮ টাকা কেজি দরে ৫ কেজি করে আটা শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সরজমিনে চালা হাট এলাকার ডিলার রফিকুল ইসলামের দোকানে গিয়ে দেখা যায়, চাউল ও আটা ক্রয় করার জন্য নারী-পুরুষের দীর্ঘ লাইন। তারা সরকারের নির্ধারিত মূল্যে চাউল ও আটা ক্রয় করছে। বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, বেলকুচি পৌর এলাকার ৬ জন ওএমএস ডিলার সরকারের নির্ধারিত মূল্যে চাউল ও আটা বিক্রি করছে। ডিলাররা হচ্ছে, রফিকুল ইসলাম চালা হাট, মহের উদ্দিন চালা সাতরাস্তা বাজার, চান আলী মোল্লা চন্দনগাতী বসুন্ধরা, জয়নাল আবেদীন কলেজ হাট, মাসুদ রানা সুবর্ণসাড়া ব্র্যাক অফিস সংলগ্ন ও জাহাঙ্গীর আলম চালা বাজার। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম এই প্রতিবেদককে জানান, এই পৌরসভা এলাকায় ৬ জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন ৬ হাজার কেজি চাউল ও ৪ হাজার কেজি আটা সরকারের নির্ধারিত মূল্যে দেয়া হচ্ছে। এ কার্যক্রম গত ২৫ জুলাই থেকে শুরু হয়েছে যা আগামী ৭ আগষ্ট পর্যন্ত প্রতিদিন শুক্রবার ব্যতিত সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলমান থাকবে। তিনি আরও বলেন, জনপ্রতি ৩০ টাকা দরে ৫ কেজি চাউল ও ১৮ টাকা দরে ৫ কেজি আটা যে কেউ কিনতে পারবে। ২৫ জুলাই থেকে বিক্রি শুরু হয়েছে। শুক্রবার ব্যতিত আগামী ৭ আগষ্ট পর্যন্ত চলবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-০৭-২০২১ ০৩:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 682 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com