শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৯-০৭-২০২১ ০২:০৪ অপরাহ্ন |
মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ১৪ দিনের 'কঠোর' বিধিনিষেধের সপ্তম দিনে সিরাজগঞ্জের তাড়াশে বিধিনিষেধ মানাতে কঠোর উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের ২টি মোবাইল টিম মাঠে আছে। তাদের সার্বিক সহায়তা করছে পুলিশ ও বিজিবি।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে কঠোর বিধিনিষেধ মানাতে উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. রুমানা আফরোজ মাঠে নেমেছেন। প্রশাসনের অভিযানের খবর পেয়ে মুহৃর্তের মধ্যে পৌর শহরের বাজার ও রাস্তাঘাট ফাকা ও জনশুণ্য হয়ে পড়ে। উপজেলা প্রশাসনকে পুলিশ ও বিজিবি সার্বিক সহযোগীতা করছেন।
তাড়াশ উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান আনোয়ার হোনে খাঁন বলেন, উপজেলা প্রশাসনে উদ্দ্যেগ প্রশংসনীয়। তারা স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মানাতে অক্লান্ত পরিশ্রম করছেন। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম জানান, কঠোর বিধি নিষেধ মানাতে মাঠে রয়েছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়–ন, নিজে ও নিজের পরিবারকে সুরক্ষা রাখুন। সরকারী বিধিনিষেধ মেনে চলার সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com