চৌহালীতে কঠোর লকডাউনে একই দিনে দুইটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও সিরাজগঞ্জ জেলার যমুনা নদীবিধৌত চৌহালী উপজেলায় চলমান কঠোর লকডাউনে একই দিনে ০২(দুই) টি বাল্যবিয়ে বন্ধ করেছেন চৌহালী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৫.০০ টায় সিরাজগঞ্জের যমুনা নদীবিধৌত চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরিয়া গ্রামে নবম শ্রেণীর স্কুলছাত্রী (১৪) এবং রাত ৯ টায় ঘোরজান ইউনিয়নের চরজাজুরিয়া গ্রামে সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী (১৩) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়। একটি বাল্যবিয়েতে কনে অপ্রাপ্তবয়স্ক ও অপরটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিয়েগুলো বন্ধ করে বর ও কনের অভিভাবকদের নিকট থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। উল্লেখ্য যে, ইউএনও আনিসুর রহমান ইতোপূর্বে চৌহালীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ৩৩ সপ্তাহে ৩৪ বাল্যবিয়ে বন্ধ করেছিলেন। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান, ঘোরজান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমজান আলী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
নিউজরুম ২৯-০৭-২০২১ ০৭:২৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 396 বার দেখা হয়েছে।