কামারখন্দে অভিযান চালিয়ে ৮জন জুয়ারিকে আটক করেছে পুলিশ
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ন

  

কামারখন্দে অভিযান চালিয়ে ৮জন জুয়ারিকে আটক করেছে পুলিশ

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
২৮-০৭-২০২১ ০৮:১৭ অপরাহ্ন
কামারখন্দে অভিযান চালিয়ে ৮জন জুয়ারিকে আটক করেছে পুলিশ
সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৮ জন জুয়ারিকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) রাতে উপজেলার নান্দিনামধু এলাকায় তাস দিয়ে জুয়া খেলার সময় ৮জন জুয়ারিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, হাসান মন্ডল, শাশীম প্রামাণিক, ফিরোজুল ইসলাম, রফিক, সুজন সরকার, আতাউর রহমান হিরন,আবু সিদ্দিক, মাসুদ আটককৃতরা উপজেলার নান্দিনামধু এলাকার বাসিন্দা। এসময়ে তাদের কাছ থেকে নগদ ৩৪,৮০০ শত টাকা, চার বান্ডিল তাস ও দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কামারখন্দ থানার উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন জুয়ারিকে আটক করে বুধবার (২৮ জুলাই) সকাল ১০ টায় সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ২৮-০৭-২০২১ ০৮:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1608 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com