অবেশেষে কাজিপুরের মেঘাইতে অবস্থিত ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ
১৪ অক্টোবর, ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন

  

অবেশেষে কাজিপুরের মেঘাইতে অবস্থিত ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ

আব্দুল জলিল
২৮-০৭-২০২১ ০৫:০৮ অপরাহ্ন
অবেশেষে কাজিপুরের মেঘাইতে অবস্থিত ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ

কাজিপুরে আঞ্চলিক মহাসড়কের  রাস্তার পাশে মেঘাইতে  গড়ে ওঠা মেসার্স সমবায় ট্যাংক লরি ফিলিং স্টেশনটি বন্ধের নির্দেশ দিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার।  অভিযোগ রয়েছে   অনুমোদনহীন ওই পাম্পটি স্থাপনে  সওজের জমি দখল করা হয়েছে।

এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় গত মে মাসে সংবাদ প্রকাশিত হয়েছিলো। বুধবার( ২৮ জুলাই) দুপুরে ওই পাম্পটি বন্ধ করতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও কাজিপুর বরাবর পত্র প্রেরণ করেন মেসার্স মেঘনা পেট্রলিয়াম লিঃ এর বগুড়া অফিসের ইনচার্জ  এসএম হাবিবুল্লাহ।

 চিঠিতে উল্লেখ করা হয়েছে সরকারিভাবে  নতুন স্থাপিত পেট্রোল পাম্পের অনুমোদন বন্ধ রয়েছে। এরইমধ্যে ওই প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ১৪ মার্চ  পাম্প পরিচালনার জন্যে আবেদন করে। যাচাই বাছাই শেষে ওই পাম্প পরিচালনা সংক্রান্ত ফাইল অনুমোদন পায়নি। এরই মধ্যে ওই পাম্প মালিক ঘর নির্মাণ ও পাম্পের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। সম্প্রতি ডিসপোলিং মেশিন বসিয়ে নিজেদের ইচ্ছেমতো তেল বিক্রিও শুরু করেছে। গত ১৪ জুলাই সরেজমিন দেখে  দেল বিক্রির সত্যতা পায়  মাঠ পর্যায়ের তদন্ত দল।  এ কারণে অবৈধ ওই পাম্পটি বন্ধের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, পাম্পটি বন্ধ করতে নির্দেশ দিয়েছি।

এ বিষয়ে ওই পাম্পের অংশীদার ব্যবসায়ী নূর মোমিন রানা  জানান,  ইউএনও স্যার আমাদের বন্ধ করতে বলেছে। আমরা সব কার্যক্রম বন্ধ করেছি।


আব্দুল জলিল ২৮-০৭-২০২১ ০৫:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 425 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com