শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-০৭-২০২১ ০৪:৫৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জর বেলকুচিতে চলমান কঠোর লকডাউনেও একই রাতে দুইটি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৭.০০ টায় বেলকুচি উপজেলার ভাংগাবাড়ী ইউনিয়নের গাবগাছি গ্রামে দশম শ্রেণীর ছাত্রী (১৫) এবং রাত ৯ টায় একই ইউনিয়নের তামাই গ্রামে দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
একটি বাল্যবিবাহে কনে অপ্রাপ্তবয়স্ক ও অপরটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে বর ও কনের অভিভাবকদের নিকট থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com