কামারখন্দে বাঁশবাড়ীয়ায় আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত
১০ জুলাই, ২০২৫ ০৬:৫০ পূর্বাহ্ন

  

কামারখন্দে বাঁশবাড়ীয়ায় আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২৭-০৭-২০২১ ০৬:০২ অপরাহ্ন
কামারখন্দে বাঁশবাড়ীয়ায় আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত
আজ ২৭ শে জুলাই রোজ-মঙ্গলবার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নাধীন বাঁশবাড়ীয়া গ্রামে স্থাপিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্প-২ এ কামারখন্দ কৃষি অফিস কর্তৃক বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. হাবিবে মিল্লাত মুন্না (এম. পি)। বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আনাচে কানাচে নারিকেল, কাঁঠালের চারাসহ বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বিভিন্ন পরিবারের সাথে সরাসরি কথা বলেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না। গৃহহীনদের দাবীর প্রেক্ষিতে আশ্রয়ণ প্রকল্পে বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করতে একটি কমিউনিটি সেন্টার গড়ে তোলার প্রতিশ্রুতি প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার, কামারখন্দ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র গ্রামের বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের কামারখন্দ-সিরাজগঞ্জ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ। বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠানের সমাপণী বক্তব্য ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে গৃহহীনহীনদের নিজস্ব ঘর প্রদানে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যার ফলে শুধু এই গ্রামে ৫৪টি পরিবারকে স্থানান্তর করা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে তাদের বৈদ্যুতিক, যাতায়াত এবং ত্রাণসহ সকল সুবিধা প্রদানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই সাথে গ্রামের পাকা রাস্তার সাথে এই আশ্রয়ণ প্রকল্পটির সংযোগ সড়ক খুব শীঘ্রই পাকাকরনের উদ্যোগ হাতে নেয়া হবে। আশ্রয়ণ প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় গ্রামবাসীকে ধন্যবাদ জানান।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২৭-০৭-২০২১ ০৬:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1606 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com