তাড়াশে বিধিনিষেধে ঘোরাঘুরি : আটজনকে জরিমানা
১৪ অক্টোবর, ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন

  

তাড়াশে বিধিনিষেধে ঘোরাঘুরি : আটজনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৫-০৭-২০২১ ১০:৪৮ পূর্বাহ্ন
তাড়াশে বিধিনিষেধে ঘোরাঘুরি : আটজনকে জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে কোভিড-১৯ সংক্রমন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি আদেশ অমান্য করে অযথা ঘোরাঘুরি করার অপরাধে আটজনকে ২ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৪ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিম ও সহকারী কমিশনার (ভুমি) মোছা. রুমানা আফরোজ।  

উপজেলার তাড়াশ বাজার, ধামাইচ ও কুন্দইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে কঠোর বিধি নিষেধে অযথা ঘোরাঘুরির দায়ে ৮ জনকে দুই হাজার সাতশত টাকা জরিমানা করা হয়। 

তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিম বলেন, কঠোর বিধি নিষেধে দোকান খুলে রাখায় এক হাজার টাকা জরিমানা করা হয় ও ছয়জন পথচারীকে সরকারি আদেশ অমান্য ও মাস্ক না পরার অপরাধে এক হাজার সাতশত টাকা জরিমানা করা। 

এ সময় কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সঙ্গে ছিলেন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৭-২০২১ ১০:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 569 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com