শিরোনামঃ
![]() ১৫-০৭-২০২১ ০৬:৫৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁহাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে র্যাব অভিযান চালিয়ে ২২জন আটক করেছে। আটককৃতরা হাট ইজারা নিয়ে সরকারি নিময় আমান্য করে, প্রকাশ্যে ক্রেতাবিক্রেতা উভয়ের কাছ থেকে খাজনা আদায় করায়, র্যাব-১২ একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে অভিযান পরিচালনা করেন। অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইতিপূর্বে ব্যবসায়ীরা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় বাসিন্দা সলিমুল্লাহ সেলিম বলেন, ইজারাদার চলতি বছরের শুরু থেকেই এ হাটে অতিরিক্ত খাজনা আদায় করে আসছে। কোরবানীর হাট উপলক্ষে তারা একটি গরুর জন্য ক্রেতার কাছ থেকে এক হাজার, বিক্রেতার কাছ থেকে পাঁচশ ও গরু খুটায় বাঁধতে তিন শ, অর্থাৎ মোট এক হাজার আট শ টাকা করে করে আদায় করছিলো। এ অভিযোগ পেয়ে র্যাব হাটে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান।
সিরাজগঞ্জের বৃহত্তম হাট গুলোর মাঝে তাড়াশ উপজেলার নওগাঁ হাট অত্যতম। প্রসিদ্ধ এ হাট থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। সে অনুযায়ী চলতি ১৪২৮ বাংলা সনে ভ্যাটসহ তিন কোটি ৫০ লাখ টাকায়, আকবর আলী নামের জনৈক এক ব্যক্তি এক বছরের জন্য খাজনা আদায়ের ইজারা নেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইজারা নিয়েই শুরু করেছেন অতিরিক্ত খাজনা আদায়। এমন কি হাট পেরিফেরির বাইরে নিজস্ব ঘরে যারা ব্যবসা করেন, তাদের কাছেও টোল দাবি করার অভিযোগ ওঠে। এতে করে সংক্ষুদ্ধ ব্যবসায়ীরা প্রতিকার চেয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ইজাদারকে কোন আইন বলে হাট পেরিফেরির বাইরে টোল দাবী করছেন- এ বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেন ।
সূত্র জানায়, নওগাঁ হাটটি ভৌগলিক দিক থেকে বিশেষ তাৎপর্য পূর্ণ। সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, পাবনার ভাংগুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী করতোয়া নদীর তীরে নওগাঁ হাট অবস্থিত। সড়ক ও নৌপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এখানে পাঁচ উপজেলার হাজার হাজার মানুষ বৃহস্পতিবার সাপ্তাহিক নওগাঁ হাটে কেনাবেচা ও ব্যবসার জন্য আসেন। কিন্তু অতিরিক্ত খাজনা আদায় করার ফলে দিনকে দিন ক্রেতা বিক্রেতা কমে আসায়, হাটটি ভেঙ্গে যাওয়ার আশংকা করছেন এলকাবাসী। র্যাবের এ অভিযান কে তারা স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com