শিরোনামঃ
![]() ১৫-০৭-২০২১ ১২:২৫ অপরাহ্ন |
সিরাজগন্জের কাজিপুরে ২০২১-২০২২অর্থ বছরের ইদ- উল - আযহা উপলক্ষে চলমান করোনায় কর্মহীন, ছিন্নমূল, করোনায় ক্ষতিগ্রস্ত, অসহায়, হতদরিদ্র এক হাজার একশ আশিটি পরিবার পেলো ত্রাণ সহায়তা। বুধবার(১৪ জুলাই) দুপুরে কাজিপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ খাদ্যশস্য মানবিক সহায়তা কর্মসুচির আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু।চলবে আরও একদিন। তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বচ্ছতার সাথে এ কার্যাক্রম পরিচালনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপসহকারী কৃষি অফিসার আফরোজা জাহান , ইউপি সচিব মাহবুব কবির তালুকদার , ইউপি সদস্য শাপলা খাতুন, আব্দুস সালাম ,জাহিদ প্রমূখ।এ সময় প্রতিটি পরিবার প্রতি সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com