ফার্ণিচারের দোকান থেকে ভিজিএফের ১১শ কেজি চাল উদ্ধার
১৫ অক্টোবর, ২০২৫ ০৮:০৩ অপরাহ্ন

  

ফার্ণিচারের দোকান থেকে ভিজিএফের ১১শ কেজি চাল উদ্ধার

আব্দুল জলিল
১৩-০৭-২০২১ ০৯:১৯ অপরাহ্ন
ফার্ণিচারের দোকান থেকে ভিজিএফের ১১শ কেজি চাল উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে ঈদুল আযহা উপলক্ষ্যে দুস্থদের মাঝে বিতরণকৃত ভিজিএফের ১১শ কেজি চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত দুস্থ কার্ডধারীদের মাঝে  ১০কেজি করে ভিজিএফের এই চাল বিতরণ করা হয়েছিলো।

 

 গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টায় উপজেলার পৌরসভার হ্যালিপ্যাড এলাকায় 'সবুজ ফার্ণিচার মার্ট' নামক ফার্ণিচারের দোকানে অভিযান পরিচালনা করে  ওই চাল উদ্ধার করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, বিজিবি,পুলিশ ও আনসার সদস্যরা তার সাথে ছিলেন। এসময় ওই ফার্ণিচারের মালিক আলমপুর মধ্যপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র আনোয়ার হোসেন (৪৫) কে আটক করা হয়। 

কাজিপুর পৌর মেয়র জানান, ‘ওই চালগুলো বাড়ি বাড়ি থেকে কিনেছে বলে শুনেছি।’

 

 কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, "বিকেলে গোপন খবরে জানতে পারি ভিজিএফের চাল চোরাচালানিতে যাচ্ছে। পরে অভিযান চালিয়ে একটি ফার্ণিচারের দোকান থেকে চালসহ ওই ফার্ণিচারের মালিককে আটক করা হয়েছে।"

 

আটক ওই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত চাল কাজিপুর থানা পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।


আব্দুল জলিল ১৩-০৭-২০২১ ০৯:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 531 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com