হত্যা মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে মাদক ব্যবসা, এলাকাবাসী অতিষ্ঠ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৭-২০২১ ০৮:০১ অপরাহ্ন
|
|
হত্যা মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে মাদক ব্যবসা, এলাকাবাসী অতিষ্ঠ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন জালালপুর গ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে। এতে ঐ এলাকাবাসী মাদক ব্যবসার কারণে অতিষ্ঠ হয়ে পরেছে।
ইতিমধ্যেই গত শুক্রবার (২ জুলাই) দুইশত পিচ ইয়াবাসহ জালালপুর গ্রামের শাহেদ আলী ভূইয়ার ছেলে জাকারিয়া হোসেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের হাতে আটক হয়। জাকারিয়া জালালপুর গ্রামের শাহেদ আলী ভূইয়ার ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সামসাদ (বাবু) ও ওসমানের ছোট ভাই।
শনিবার (১০ জুলাই) সরজমিনে জালালপুর গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জালালপুর গ্রামের মৃত আব্দুর রশিদ ভূইয়ার ছেলে শাহজাহান ভূইয়া হত্যা মামলায় তাদের যাবজ্জীবন সাজা হয় এবং উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন জামিনে এসে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গত শুক্রবার সামসাদ (বাবু) ও ওসমানের ছোট ভাইকে মাদকসহ ডিবির হাতে সৈয়দপুর থেকে আটক করে। তাদের মাদক ব্যবসার কারণে এলাকার মাদক বেড়েছে। এতে সাধারনদের মনে অতিষ্ঠ বিরাজ করছে।
এ ব্যাপারে নিহত শাহজাহান আলীর ছেলে রুবেল জানায়, আমার বাবা হত্যা মামলায় ১৭ সালে ওসমান ও সামসাদ বাবু'র যাবজ্জীবন সাজা হয়েছে,শুনেছি উচ্চ আদালতে তারা দু'জনেই অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছে। যাহার মামলা নং- এনায়েতপুর থানা জি আর ২৩/২০১০।
এ বিষয়ে বাবু ও ওসমানের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অন্য লোক দিয়ে তারা বাড়িতে নেই বলে জানিয়ে দেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৭-২০২১ ০৮:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1721 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ