কামারখন্দ হাইওয়ে রাস্তায় পড়ে থাকা অসুস্থ পা ভাঙ্গা ঘোড়া উদ্ধার
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৮-০৭-২০২১ ০৮:৩৮ অপরাহ্ন
|
|
কামারখন্দ হাইওয়ে রাস্তায় পড়ে থাকা অসুস্থ পা ভাঙ্গা ঘোড়া উদ্ধার
পাঁচ ছয় মাস ধরে বেওয়ারিশ পা ভাঙ্গা অসুস্থ ঘোড়াটি খুড়িয়ে খুড়িয়ে ঘোরাফেরা করছিল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী মহাসড়ক এলাকায়। অনেকেই দেখেছিলেন অসুস্থ ঘোড়াটিকে। তবে কেউ সেটিকে খাবার বা তার কাছে যান নাই।
বৃহস্পতিবার ( ৯ জুলাই) দুপুর ১২টা পর অসুস্থ ঘোড়া নিয়ে টুক্কু মোক্তার "আমাদের সিরাজগঞ্জ" ফেসবুক গ্রুপে লাইভ করেন। বিষয়টি নজরে পড়ে দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মামুন বিশ্বাসের৷
স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউজ এর চেয়ারম্যান মামুন বিশ্বাস আমাদের জানান,আমাদের সিরাজগঞ্জের সব চেয়ে বড় ফেসবুক গ্রুপ "আমাদের সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ" লাইভ দেখতে পেয়ে বিকাল ৪ টা সময় ওখানে গিয়ে দেখি অসুস্থ ঘোড়া কোনাবাড়ি হাইওয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে আছে । ঘোড়াটির পা ভাঙ্গা খুরিয়ে খুরিয়ে হাটে। ঘোড়াটির শরীরের নানা জায়গায় ক্ষতচিহ্ন। পড়ে থেকে ঘোড়াটি পিক আপ গাড়ি যোগে নিয়ে যাওয়া হয়েছে দি বার্ড সেফটি হাউজে
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে আরো জানা যায়, অসুস্থ ঘোড়াটির কোনও মালিক নেই। কয়েক মাস ধরে রাস্তায় রাস্তায় ঘোড়াটি ঘুরে বেড়াচ্ছে। ঠিক মতো খেতে পাচ্ছে না ঘোড়াটি। ঘোড়াটি রীতিমতো অসুস্থ হয়ে ধুঁকছিল। আমরা অনেকের কাছে জিজ্ঞাসা করেও সেটির মালিককে খোঁজ পাইনি। ওর পায়ে চোট দেখে বুঝতে পেরেছি বেওয়ারিশ ঘোড়াটিকে কেউ মারধরও করেছে।
তবে ঘোড়াটির উদ্ধার করে খাবার ও পানি দেওয়া হচ্ছে, আগামীকাল থেকে চিকিৎসা শুরু হবে চিকিৎসা শেষে সুস্থ হলে বন্যপ্রাণী দায়িত্ব কর্মকর্তাদের কাছে হস্তান্তর এমন টাই আমাদের জানান মামুন বিশ্বাস
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৮-০৭-২০২১ ০৮:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1101 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ