লকডাউনেও বন্ধ নেই বেলকুচির আ'লীগ দলীয় কার্যালয়
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০৭-২০২১ ১০:২৩ অপরাহ্ন
|
|
লকডাউনেও বন্ধ নেই বেলকুচির আ'লীগ দলীয় কার্যালয়
কভিড-১৯ সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারা দেশে লকডাউনের ঘোষণা দিয়েছে এবং জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে সরকার কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার (৩০ জুন) এই লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এর মধ্যে থেমে নেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জনসমাগম।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
কিন্তু এমন লকডাউনেও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় বন্ধ নেই, প্রতিনিয়ত দলীয় কার্যালয় খুলে জনসমাগম করছেন। প্রায় সময় ভিড় দেখা যায় দলীয় কার্যালয়ে, বিকেল হলেই দলীয় কার্যালয়ে বেশি ভিড় দেখা যায়। এভাবে দলীয় কার্যালয়ে জনসমাগম করোনা ভাইরাস সংক্রমণ বাড়বে বলে মনে করছেন অভিজ্ঞজনেরা।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকারের নিকট জানতে চাইলে তিনি জানান, আগামীকাল (০৭ জুলাই) স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডলের নির্বাচনী এলাকায় আসার কথা রয়েছে। তাই আজ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ডেকে জানিয়ে দেয়া হলো আগামীকাল এমপি মহোদয়কে আনতে কোন নেতাকর্মীরা যেন গাড়ী বহর নিয়ে না যায়। তবে দলীয় কার্যালয়ে কোন কর্মকাণ্ড চলমান নেই।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০৭-২০২১ ১০:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 795 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ