তাড়াশে পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মনিরুল ইসলাম মনি
১৩ অক্টোবর, ২০২৫ ০৯:৫৬ পূর্বাহ্ন

  

তাড়াশে পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মনিরুল ইসলাম মনি

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৫-০৭-২০২১ ১২:১৫ অপরাহ্ন
তাড়াশে পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মনিরুল ইসলাম মনি

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. মনিরুল ইসলাম মনি পৌর যুবলীগের সভাপতি প্রার্থী হয়েছেন। তার প্রার্থী হওয়াতে পৌর যুবলীগের নেতাকর্মীদের উচ্ছাস ও আমেজ শুরু হয়েছে। নেতাকর্মীদের দাবী সৎ,যোগ্য ও একজন প্রার্থী পেয়েছেন তারা। 

দলীয় সুত্রে জানা যায়, নবগঠিত তাড়াশ পৌরসভার আসন্ন যুবলীগের কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে দলের ত্যাগি ও জনপ্রিয় নেতা মো. মনিরুল ইসলাম মনি। তিনি তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও বিএনপি –জামাত হামলা ও মামলা শিকার হয়ে দীর্ঘদিনে দেশের বাহিরে ছিলেন। পরে দেশে ফিরে হাল ধরেছেন পৌর যুবলীগের। 

তাড়াশ পৌর যুবলীগের কাউন্সিলে সভাপতি প্রার্থী মো. মনিরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন মহামারী সময় জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসীর জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল জনগনের সেবায় নিয়োজিত আছেন। এই মানবতার যুবলীগ মানবতার সেবায় এগিয়ে যাবে। কারণ মানুষকে সেবা করাই হল যুবলীগের মূল লক্ষ্য। আগামী পৌর যুবলীগের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হলে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করবো। 

তাড়াশ পৌর যুবলীগের কাউন্সিলে সভাপতি প্রার্থী মো. মনিরুল ইসলাম মনি তাড়াশ পৌর সদরের খানপাড়ার সুনামধন্য পরিবারের মো. আব্দুস  সোবাহান মাষ্টারের ছেলে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-০৭-২০২১ ১২:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com