কামারখন্দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায়
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০৪-০৭-২০২১ ০৭:৫০ অপরাহ্ন
|
|
কামারখন্দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায়
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামতৈল বাজারে মুখে মাস্ক, অপ্রয়োজনীয়ভাবে ঘুরাফেরা ও কাপড়ের দোকান খোলার অপরাধে ১৭ টি মামলায় ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ জুলাই) ১২ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মামলা ও অর্থদণ্ড আদায় করেন
অভিযানে নেতৃত্ব দেন কামারখন্দ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার।
নাজমুন নাহার বলেন,লক ডাউনে বার বার সর্তক করার পরেও দোকান মালিকেরা গোপনে দোকান খুলে কেনাবেচা করছেন এমন সংবাদ পেলে দোকান মালিক ও অপ্রয়োজনীয়ভাবে ঘুরাফেরার দায়ে ১৭ টি মামলায় ১৩ হাজার ৯০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সেই সাথে দোকানের মালিকদের সর্তক করা হয়েছে।
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০৪-০৭-২০২১ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1359 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ