শাহজাদপুরে আনিছুর হত্যা মামলার ২৬ আসামী কারাগারে, বাদীর উপর হামলা
২৮ মার্চ, ২০২৪ ০২:৩৬ অপরাহ্ন

  

শাহজাদপুরে আনিছুর হত্যা মামলার ২৬ আসামী কারাগারে, বাদীর উপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৬-২০২১ ০৭:৩৬ অপরাহ্ন
শাহজাদপুরে আনিছুর হত্যা মামলার ২৬ আসামী কারাগারে, বাদীর উপর হামলা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের কৃষক আনিছুর রহমান হত্যা মামলা ২৬ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৩০ জুন) দুপুরে আসামীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (শাহজাদপুর আমলী আদালত) আদালতে আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিচারক গোলাম রব্বানী তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুস সাত্তার মোল্লা এতথ্য নিশ্চিত করেছেন। আসামীরা হলেন, উল্টাডাব গ্রামের জাকারিয়া ওরফে রহম, গোলাম কাওসার ওরফে মুন্নু, গোলাম মোস্তফা, সেলিম মোল্লা, মানিক মোল্লা, রতন মোল্লা, জুলমত মোল্লা, তোফাজ্জল মোল্লা, মেনহাজ মোল্লা, আমিরুল মোল্লা, আব্দুল মান্নান, পিন্টু মোল্লা, হারুন মোল্লা, আলমগীর মোল্লা, আলীম মোল্লা, সাব্বির মোল্লা, নিজাম সরদার, রোকন সরদার, ইদ্রিস সরদার, রাজু সরদার, দুলাল, দুদু সরদার, আনোয়ার সরদার, আল আমিন সরদার,  উজ্জল সরদার, লালন মোল্লা, রশিদ সরদার। এদিকে দুপুরে মামলার বাদী বাহারাম প্রামানিক আদালত থেকে বাড়ি ফেরার পথে তার উপর হামলা চালিয়েছে আসামী পক্ষের লোকজন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে  চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় শাহজাদপুর থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ মাহমুদ খান এতথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে. উল্টাডাব গ্রামের জাকারিয়া ওরফে রহমের ছেলে আদর মোল্লা ও সেলিম মোল্লার সাথে একই গ্রামের আবু বক্কারের ছেলে আনিছুর রহমানের মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এরই জেরে  চলতি বছরের ১ ফেব্রুয়ারী আসামীরা দেশীয় অস্ত্র, লোহার রড, ফালা, হাসুয়া  দিয়ে আনিছুর মোল্লার উপর হামলা চালায় এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল  কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ ফেব্রুয়ারী তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের ভাই বাহারাম প্রামানিক বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ১০/১৫ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৭ মে ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান। বুধবার এই মামলা আসামীরা স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। জামিন নামুঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৬-২০২১ ০৭:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 677 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com