শিরোনামঃ
![]() ২৯-০৬-২০২১ ০৪:৪৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জে হঠাৎ করেই শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। টানা বর্ষণ ও যমুনা নদীতে পানি বাড়ার ফলে এ ধস দেখা দিয়েছে বলে জানা যায়। হঠাৎ করে এমন ধস দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী। মঙ্গলবার (২৯ জুন) দুপুর থেকে শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় এ ধস শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই বাঁধের ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ধস রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে।
ধসের খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজসহ প্রশাসনের কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসানসহ নেতারা ভাঙনস্থল পরিদর্শন করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম নয়া শতাব্দী কে জানান, টানা বর্ষণ ও নদীর পানির তীব্র স্রোতে ঘূর্ণাবতের সৃষ্টি হয়ে বাঁধের নিচ থেকে মাটি সরে গেছে। দুদিন আগেও আমরা এখানে ভালো অবস্থা দেখেছি। আজ হঠাৎ করেই ধস দেখা দিয়েছে। এতে মুহুর্তের মধ্যে প্রায় একশো মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে বলে তিনি জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com