কাজিপুরে দরিদ্র মা’দের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ.
১৩ অক্টোবর, ২০২৫ ০৭:১৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে দরিদ্র মা’দের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ.

আব্দুল জলিল
২৮-০৬-২০২১ ০৪:৫৪ অপরাহ্ন
কাজিপুরে দরিদ্র মা’দের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ.

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। তিনি  বলেন, প্রান্তিক পর্যায়ের মাতৃত্বকালীন মা’দের সন্তান লালন-পালন ও মা’র পুষ্টিকর খাবার গ্ৰহণের জন্য আর্থিক স্টাফ রিপোর্টারঃ "শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যে কাজিপুরে স্বাস্থ্য বিধি মেনে  চালিতাডাঙ্গা ইউনিয়নের “দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা” প্রদান কর্মসূচির আওতায় ভাতাভোগী মা’দের সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ শে জুন ) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে সহযোগিতা প্রদান করা হয়। আশাকরি এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য পুরণে সকল মা কাজ করবেন। মনে রাখবেন সুস্থভাবে সন্তান বেড়ে ওঠায় মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।  অনুষ্ঠান পরিচালনা করেন কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। 

 


আব্দুল জলিল ২৮-০৬-২০২১ ০৪:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 365 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com