শিরোনামঃ
![]() ২৫-০৬-২০২১ ০৭:৫০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রাণকেন্দ্র সোনামুখীবাসী প্রাণের দাবী পূরণ হতে চলেছে। বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য. সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের সর্বশেষ কাজ ছিলো এটি। মৃত্যুর পূর্বেও তিনি এই ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে বর্তমান এমপি নাসিম তনয় প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং কাজিপুরের ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীকে নির্দেশনা দিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় কাজিপুর উপজেলা পরিষদের সহায়তায় এলজিইডির এই প্রকল্পটি শুক্রবার(২৫ জুন) উদ্বোধন হলো। সকাল নয়টায় সোনামুখীতে এই ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্টাদক আলী আসলাম প্রমূখ।
এসময় সোনামুখী হাটের দোকানদার হায়দার আলী বলেন, এই ড্রেন নির্মাণ হরে জয় সাহেব আমাদের অনেক উপহার করলেন। এতে করে আমরা এখন ভালোভাবে দোকান চালাতে পারবো।
ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, এই কাজটি প্রিয় নেতার অগ্রাধিকার দিয়েছিলেন। আজকে কাজ হচ্ছে কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। আমরা এই কাজে খুশি।
মুঠোফোনে কাজিপুর আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, আমার পিতার নির্দেশ ছিলো এই কাজটির বিষয়ে। সোনামুখীবাসী অনেকদিন কষ্ট ভোগ করেছে। এবার পিতার অসমাপ্ত এই কাজটি করতে পেরে ভালো লাগছে। এমনি করে পিতার দেখানো পথে দলীয় নেতাকর্মিদের নিয়ে কাজিপুরের উন্নয়নে কাজ করে যাবো।
উল্লেখ্য ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে তিনটির প্যাকেজে এই কাজটি বাস্তবায়িত হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com