শিরোনামঃ
![]() ২৪-০৬-২০২১ ০৪:২৬ অপরাহ্ন |
কুকুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাজিপুরের সাতকয়া গ্রামে। একের পর এক একটি পাগলা কুকুর কামড়ে চলেছে। পেশায় ট্রাক চালক দুলাল মিয়া রাত নয়টায় বাড়ির পাশে ট্রাক রেখে তিনগজ দূরে বাড়িতে ঢুকতে যাচ্ছিলেন। এমন সময় কালো রঙের একটি মাদি কুকুর কোন প্রকার আওয়াজ না করে দৌঁড়ে এসে তার ডান পায়ে কামড়ে দেয়। পরদিন সন্ধ্যায় ওই রাস্তায়ই পাঁচ বছরের এক শিশু বেরুলে তাকেও কামড় দেয় ওই কুকুর। এমনি করে গত এক মাস যাবৎ বৃদ্ধ, শিশু, মুসল্লি, মুয়াজ্জিন, পথচারী, দোকানদার এমনকি অন্য এলাকা থেকে ঘুরতে আসা আত্মীয় স্বজনও ওই কুকুরের হামলার শিকার হয়েছে। কুকুরের এমন দৌরাত্ম চলছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা পশ্চিমপাড়া এলাকায়।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার হাটশিরা গ্রামে সরেজমিন গিয়ে জানা যায়, বছর তিনেক আগেও একটি কুকুর এভাবে মানুষকে কামড়িয়েছিল। সেই কুকুরটি মারা যায়। সম্প্রতি ওই এলাকারই একটি বেওয়ারিশ মাদি কুকুর সাধারণ জনগণকে অতর্কিত হামলা করছে। এমনকি কামড়েও দিচ্ছে।
হাটশিরা পশ্চিম পাড়া গ্রামের শাহজামাল জানান, কুকুরটি সন্ধ্যার পর থেকে নয়টার মধ্যেই মানুষকে বেশি হামলা করে। বিশেষ করে নামাজে যাওয়ার সময়। কিছুদিন আগে তাকে মেরে ফেলার জন্য লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতি নিয়েছিলো। কিন্তু দৌড়ে কুকুরটি পালিয়ে যায়। অনেকে খাবারে বিষ মিশিয়ে ওই কুকুরকে খেতে দিয়েছিলো। কিন্তু বিষ মেশানো সেই খাবার কুকুরটি খায়নি। ওই গ্রামের নাজমুল ইসলাম জানান, একদিন পাউরুটিতে ছোট্ট সুচ ঢুকিয়ে দূর থেকে কুকুরটিকে খাওয়ানো হয়েছিল। কিন্তু তাতেও কিছু হয়নি।
ওই গ্রামের যুবক সোনার উদ্দিন বলেন, আমাকে দুই বার কামড়িয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন দিয়েছি দুইবারই।
কৃষক মিজানুর রহমান বলেন, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম। কোন প্রকার শব্দ না করে কোথা থেকে দেঁড়ে এসে আমাকে পিছন থেকে আক্রমণ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই ডান পায়ে দাঁত বসিয়ে চলে যায়।
মুদি দোকানী আব্দুস সালাম বলেন, ওই কুকুরটি আমাকে সহ আরো গত এক মাসে কমপক্ষে একশজন মানুষকে কামড়িয়েছে। তাকে মেরে ফেলার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।
সচেতনমহল দ্রুত ওই কুকুরটিকে মেরে ফেলার জন্য উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, বিষয়টি জেনেছি। ইউএনও স্যারের সাথে কথা বলে উপজেলা ফায়ার সার্ভিস কে দিয়ে কুকুরটিকে মেরে ফেলার ব্যবস্থা নেয়া হচ্ছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, কুকুরটির অবস্থান নিশ্চিত করে জেনে ওটিকে মেরে ফেলা হবে। শিঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। এক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com