শিরোনামঃ
![]() ১৯-০৬-২০২১ ১২:৫০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবীল থেকে আট ইউনিয়নে নিয়োজিত গ্রাম পুলিশদেরকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯জুন) দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপত্বিতে আট ইউনিয়নে নিয়োজিত ৬৪জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ করা হয়।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো. আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান,ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হক, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা সহ আরো অনেকেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com