শিরোনামঃ
![]() ১৭-০৬-২০২১ ০৫:১৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল গ্রামে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
তিনি দশম শ্রেনীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন। বুধবার (১৬ জুন) রাতে দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন কনের বাড়ীতে। কনে একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে সিরাজগঞ্জ সদরের চন্দ্রকণা গ্রামের ট্রাকচালক (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com