শিরোনামঃ
![]() ১৬-০৬-২০২১ ০৫:৫৭ অপরাহ্ন |
দীর্ঘ ১৭ বছর পর আগামী এক বছরের জন্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহামেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেলকুচি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে মোঃ রবিন হাসান রকিকে সভাপতি এবং হাবিবুর রহমান মিল্লাতকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হলো। বুধবার (১৬ জুন) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা জানান, বাংলাদেশ ছাত্রলীগ, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ (এক) বছরের জন্য নিম্নোক্ত কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়েছে। জানা যায়, গত ২০০৪ সালে সম্মেলনের মাধ্যমে বেলকুচি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল।
এরপর আর কোনো সম্মেলন হয়নি। ২০১৮ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ায় তিন বছর কমিটি বিহীন ছিল উপজেলা ছাত্রলীগ। বেলকুচি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি সভাপতি ও সাধারন সম্পাদক সাংবাদিকদের জানান, তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করবো। জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সদা প্রস্তুত থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com