হোমডেলিভারী চা বিক্রীতেই চলছে কোন মতে পার্থর সংসার
২২ অক্টোবর, ২০২৫ ০৭:১১ পূর্বাহ্ন

  

হোমডেলিভারী চা বিক্রীতেই চলছে কোন মতে পার্থর সংসার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১২-০৬-২০২১ ০৬:১২ অপরাহ্ন
হোমডেলিভারী চা বিক্রীতেই চলছে কোন মতে পার্থর সংসার
পরিবারের সদস্য তিনজনকে খেয়ে না খেয়ে দিন কাটছে সংসার। কোভিড-১৯ এর প্রভাবে নেই নির্দিষ্ট কোন আয় রোজগারের পথ। তাই তিনি হোমডেলিভারি চা বিক্রী করে চালাচ্ছেন সংসার। এমনই এক চা বিক্রেতা হলো সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের নির্মল কুমার মালের ছেলে পার্থ কুমার ফেলা (৩৪)।
পার্থ কুমার ফেলা জানায়, অভাব-অনটনের সংসারে বাবা-মা ও নিজে মিলে কোনমতে সামান্য রোজগারে চলছে। কারন করোনা ভাইরাসের প্রার্দুভাদে নিদিষ্ট কোন আয়ের পথ নেই। তাই করোনাকালীন লগডাউনের মধ্যে ফেলাক্সে করে চা বিক্রী করেন।   বিভিন্ন দেয়ালে ছোট ষ্টিকারে তার নাম ও ফোন নাম্বার দেয়া আছে। সেখানে ক্রেতারা ফোন দিলেই পৌছে যায় চা। হোমডেলিভারি দিয়ে চা বিক্রীর যে আয় হয়। তা দিলেই চলছে তার সংসার। তবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে তার হোম র্সাভিস চা বিক্রী।    
চা বিক্রেতা পার্থ দীর্ঘস্বাস ছেড়ে আরো বলেন, একদিন সব ঠিক হয়ে যাবে, পৃথিবী আবার ঘুরে দাড়াবে কিন্ত আমাদের উপার্জনের পথ হয়তো এভাবেই আটকে থাকবে। 

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১২-০৬-২০২১ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 510 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com