তাড়াশে আরসিসি রাস্তা ঢালাইয়ের উদ্বোধন
১৫ অক্টোবর, ২০২৫ ১২:৩২ অপরাহ্ন

  

তাড়াশে আরসিসি রাস্তা ঢালাইয়ের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৬-২০২১ ০৪:৪০ অপরাহ্ন
তাড়াশে আরসিসি রাস্তা ঢালাইয়ের উদ্বোধন

 

সিরাজগঞ্জের তাড়াশে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের ২০১৯-২০ অর্থ বছরের অর্থায়নে দুইশত মিটার আরসিসি রাস্তা ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পুরনদীপাড়া পাকা রাস্তা থেকে জিপিএস রাস্তা পর্যন্ত আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল ।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল জানান, স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের অর্থায়নে ৪ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে দুইশত মিটার আরসিসি রাস্তা ঢালাই করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মাগুড়া বিনোদ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা বাদল ফকির সহ আরো অনেকেই। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৬-২০২১ ০৪:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 987 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com