শিরোনামঃ
![]() ০৪-০৬-২০২১ ০৩:২৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের সলঙ্গার রশিদপুর নয়াপাড়ার গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করা হয়েছে। গ্রামের শতাধীক মানুষ আজ শুক্রবার (৪ জুন) সকালে রশিদপুর নয়াপাড়া থেকে চড়িয়া আঞ্চলিক সড়ক মেরামতেরর কাজ করেন। করা হয়েছে।রশিদপুর নয়াপাড়া এলাকার মানুষের চলাচলের একমাত্র সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে।
বিগত দশ বছরেও এ সড়কটি কোন রকম সংস্কার না করায় রাস্তাটি আবাদী জমির সাথে মিসে যাওয়ায় বেশীর ভাগ সময় এ সড়কে কাদা পানি জমে থাকে। এতে এলাকাবাসীর চলাচলে চরম বিঘ্ন ঘটে। সড়কটির এমন অবস্থার কারনে এ অঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই।
দীর্ঘদিন ধরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারের কাছে বলার পরেও সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি।স্থানীয়দের চলাচলের আর কোন বিকল্প রাস্তা না থাকায় সীমাহীন কষ্টে তাদের যাতায়াত করতে হচ্ছে।জৈষ্ঠের কাদাবৃষ্টিতে রাস্তা অচল হয়ে পড়ায় সর্বশেষে বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাষ্টার, হাটিকুমরুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী,উদীয়মান সমাজ সেবক আনোয়ার হোসেন সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com