সলঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
১৬ অক্টোবর, ২০২৫ ০৬:৩১ পূর্বাহ্ন

  

সলঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২২-০৫-২০২১ ০৫:১৮ অপরাহ্ন
সলঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক, দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তাঁকে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের দুর্ণীতির অনুসন্ধান করে বিচারের দাবিতে সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবে মানববন্ধন হয়েছে। শনিবার (২২ মে) বেলা ২ টায় প্রেসক্লাবের সামনে সলঙ্গা প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচী পালিত হয়। সলঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম দুলাল উদ্দীন আহমেদ এর ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসুচীতে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী । এ সময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, হাটিকুমরুল হাইওয়ে থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসাইন,রফিকুল ইসলাম,শাহ আলী জয় প্রমুখ। এ সময় সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গাজী আমজাদ হোসেন তালুকদার,রফিকুল ইসলাম মিয়া, শরিফুল ইসলাম শওকত,আমিনুল ইসলাম স্বপন,শহিদুল ইসলাম রানা,মিজানুর রহমান,ছানোয়ার হোসেন, আল আমিন,তুষার আহমেদ সহসকল গণমাধ্যম কর্মী। উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, সরকারের চলমান উন্নয়নের রোল মডেলের বিপক্ষে প্রশাসনের ভেতরে যারা ঘাপটি মেরে আছে তাদেরই একজন কাজী জেবুন্নেছা। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে তার দূর্নীতির চিত্র জাতীর সামনে তুলে ধরার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও অনতিবিলম্বে তাঁর মুক্তির দাবীও জানান বক্তারা।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২২-০৫-২০২১ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 630 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com