নাটোরে আম সংগ্রহ শুরু
১২ অক্টোবর, ২০২৫ ০৬:০১ অপরাহ্ন

  

নাটোরে আম সংগ্রহ শুরু

নিউজরুম
২১-০৫-২০২১ ০৩:০৩ অপরাহ্ন
নাটোরে আম সংগ্রহ শুরু

নাটোরে আজ থেকে শুরু হলো আম সংগ্রহ অভিযান। আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

এ উপলক্ষে জেলার বাগাতিপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত পাকা ইউনিয়নের সালাইনগর গ্রামে আম চাষিদের নিয়ে মতবিনিময় সভা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মমরেজ আলী প্রমুখ।

 

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘করোনা মহামারির মধ্যে আমসহ অন্যান্য কৃষি পণ্য পরিবহন বাজার ও বিপণনের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতাদের নিাপত্তা ও থাকার বিষয়টি নিশ্চিত করছে পুলিশ। এছাড়া ডাক অফিসের মাধ্যমে আম পাঠানোসহ আম পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্পেশাল ট্রেনেও নাটোর থেকে রাজধানী সহ বিভিন্ন স্থানে আম পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।’

 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার বলেন, ‘জেলায় এবার ৫ হাজার ৮৩৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। তীব্র উত্তাপ ও শীল ঝড় হলেও আমের ফলন হয়েছে ভালো। ভালো বাজার দর পেলে কৃষকরা অধিক লাভের মুখ দেখবেন।’

jagonews24

উল্লেখ্য, গত ৪ মে আম ও লিচু চাষি, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় ১০ মে থেকে মোজাফ্ফর জাতের লিচু এবং ৩০ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময় নির্ধারণ করা হয়।

এছাড়া ২০ মে গোপাল ভোগ, লহ্মণ ভোগও রাণী পছন্দ, ৫ জুন ল্যাংড়া, ২৮ মে ক্ষীরশাপাত, ২০ জুন ফজলি ও আম্রপালি, ৩০ জুন মল্লিকা, ১৫ জুলাই আশ্বিনা, ১৫ জুন মোহন ভোগ, ১০ জুলাই বারি আম-৪, ২০ জুন হাড়িভাঙা এবং ১৫ আগস্ট পর্যন্ত গৌড় মতি আম সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


নিউজরুম ২১-০৫-২০২১ ০৩:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 344 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com