শিরোনামঃ
![]() ১৮-০৫-২০২১ ০৭:১০ পূর্বাহ্ন |
রহিম নামের একজন যাত্রী জানান, ‘ ট্রাকে গাদাগাদী করে মানুষ যাচ্ছে তখন করোনা ধরবে না আর আমরা এক আসন করে খালি রেখে বাসে যেতে চাইছি তাতেই বাধা দিচ্ছে। এটা কেমন নিয়ম।’
সালমা নামের একজন পোষাক কারখানার শ্রমিক জানান, ‘ ভাবছিলাম ঈদে বাড়ি যাবো না। হঠাৎ বাবা মারা গেলেন ঈদের আগের দিন। বাধ্য হয়ে বাড়িতে যাই। এখন ঢাকায় ফিরতে না পারলে চাকুরি চলে যাবে।’
মহাসড়কে না গিয়ে আঞ্চলিক সড়কে কেন এলেন এমন প্রশ্নের উত্তরে আল রাহা পরিবহনের একজন চালক জানান, ‘ভাবছিলাম এইদিক দিয়ে সহজেই পার হয়ে যেতে পারমু। কিন্তু এখানেও আটকে দিলো। গাড়ি না চললে আমরা পরিবার পরিজন নিয়ে কি খামু।’
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, ‘ সরকারী সিদ্ধান্ত অনুযায়ী কোন গণপরিবহনকে আমরা ঢাকার উদ্দেশ্যে কাজিপুর হয়ে যেতে দেবো না। ঈদের আগেও আমরা গাড়ি ফেরৎ পাঠিয়েছি।’ এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত অনেক যাত্রী গাড়ি থেকে নেমে রাস্তায় বিক্ষোভ করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com