হাটিকুমরুল রোড গোল চত্বরে ঢাকামুখী যাত্রীদের চাপ
২২ অক্টোবর, ২০২৫ ০২:৫৬ অপরাহ্ন

  

হাটিকুমরুল রোড গোল চত্বরে ঢাকামুখী যাত্রীদের চাপ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৭-০৫-২০২১ ০৯:৫৫ অপরাহ্ন
হাটিকুমরুল রোড গোল চত্বরে ঢাকামুখী যাত্রীদের চাপ
নাড়ির টানে বাড়িতে এসে ঈদ আনন্দ শেষে আবার কর্মস্থলে ফিরতে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড গোলচত্বরে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। করোনার কারনে ১৪ দিন পর ঢাকা ফিরতে নির্দেশ হলেও পেটের দায়ে কর্মস্থলে যোগ দিতে আপনজনদের সাথে ঈদ উদযাপন শেষে আগে ভাগেই রাজধানী ঢাকাসহ যার যার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তবরঙ্গের মানুষ। অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা কিছু যাত্রী আবার ঈদের পরেও বাড়ি ফিরতে দেখা যাচ্ছে। এতে যাত্রীদের চাপ দেখা দিয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড গোলচত্বরে। রবিবার হতে কিছুটা চাপ বাড়লেও আজ সোমবার (১৭ মে) সকাল হতে বেলা বাড়ার সাথে সাথেই ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। ঈদ আনন্দে বাড়িতে আসতে যেমন ভোগান্তির শেষ ছিল না, অনুরুপ কর্মস্থলে যেতে ভোগান্তি আর কয়েকগুণ গাড়ি ভাড়ার একটুও কমতি নাই।দুর পাল্লার গাড়ি না থাকায় ভেঙ্গে ভেঙ্গে যাতায়াতে চরম নাজেহাল হচ্ছেন বলে অনেক যাত্রীদের অভিযোগ। উত্তরবঙ্গের যাত্রীরা যেমন গাড়ি পরিবর্তন করে রোড পর্যন্ত এসে অবস্থান নেয়, তেমনি চাপাই,রাজশাহী,পাবনার যাত্রীরাও হাটিকুমরুল রোড পর্যন্ত এসে যাত্রা বিরতি করে। তাই গত দু'দিন ধরে হাটিকুমরুল রোড গোলচত্বরে ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভীড় শুরু হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৭-০৫-২০২১ ০৯:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 530 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com