প্রিয়জনদের সাথে ঈদ আনন্দে জীবন ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ
২২ অক্টোবর, ২০২৫ ০৩:০৯ অপরাহ্ন

  

প্রিয়জনদের সাথে ঈদ আনন্দে জীবন ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৩-০৫-২০২১ ১০:৪৮ পূর্বাহ্ন
প্রিয়জনদের সাথে ঈদ আনন্দে জীবন ঝুঁকি নিয়ে ছুটছে মানুষ

লক ডাউনে দুরপাল্লার বাস বন্ধ দিলেও বাড়ি যেতে থেমে নেই ঢাকার চাকরিজীবি সহ ব্যবসায়ীরা। করোনাকে উপেক্ষা করে কয়েকগুণ ভাড়া দিয়ে অতি কষ্টে ঘরে ফিরছেন। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ কাটাতে জীবন ঝুঁকি নিয়ে ছুটছে তারা গ্রামের বাড়িতে। বৃহ:বার (১৩ মে) সকাল ১০ টায় উত্তরবঙ্গের প্রবেশপথ সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড চত্বরে গিয়ে দেখা গেছে, লক ডাউনের এতদিনে গোলচত্বর জনশুন্য মনে হলেও গ্রামের বাড়িতে ঈদ আনন্দ উপভোগ করতে নাড়ির টানে ঘরমুখী মানুষদের এখন চরম ভীড়। 

ট্রাক,প্রাইভেটকার, পিক আপ ভ্যান, অটো রিক্সা,ভাড়াটে মোটর সাইকেল এমনকি মুরগীবাহী গাড়িতে করে ছুটছে আপনজনদের কাছে। দেখে মনে হচ্ছে,এ যেন বাড়ির ফেরার প্রতিযোগীতা চলছে। যাত্রীরা বলছে,ঢাকা হতে একটানা গাড়িতে আসতে না পারলেও ভেঙ্গে ভেঙ্গে উঠানামা করে হাটিকুমরুল রোড পর্যন্ত এসেছি। অনেক যাত্রীর অভিযোগ,এ সব গাড়িতে কয়েকগুণ ভাড়া বেশী নিলেও দেখার যেন কেউ নেই। বেশির ভাগ যানবাহনে স্বাস্থ্যবিধি মানা তো দুরের কথা যাত্রীদের মুখে মাস্ক পর্যন্তও নেই। প্রশ্ন করলে অনেকেই আবার বলেন,কিসের আবার স্বাস্থ্যবিধি? বাড়িতে যাব তাই।হাটিকুরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান,ঈদে ঘরমুখী মানুষের চাপে বিভিন্ন গাড়িতে যাত্রীর চাপ বাড়লেও আমার নিয়ন্ত্রণে মহাসড়কের ২২ কি:মি: রাস্তায় কোন যানজট নেই। যদিও ধীরগতিতে চলছে এ সব যানবাহন।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই হাটিকুমরুল রোড গোলচত্বরে ওয়াচ টাওয়ার স্থাপন করে সর্বদা মাইকিং করা হচ্ছে। যানজট নিরসনে ও জনগনের নিরাপত্তায় হাটিকুমরুল হাইওয়ে থানার ৬৬ জন পুলিশ,সলঙ্গা থানা পুলিশ সহ অন্যান্য জোন/হাইওয়ে হতে আনা বহিরাগত পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে দিবারাত্রি দায়িত্ব পালন করে আসছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৩-০৫-২০২১ ১০:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 575 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com