বেলকুচি বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন পৌর মেয়র রেজা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০৫-২০২১ ১০:১১ অপরাহ্ন
|
|
বেলকুচি বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন পৌর মেয়র রেজা
পবিত্র ঈদউল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি পৌরবাসীসহ সবস্তর্রের ব্যবসায়ী রাজনৈতিক অঙ্গসংগঠনের সকল নেত্রীবৃন্দ ও সকল শ্রেনী পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বুধবার (১২ মে) রাতে ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বৈশ্বিক মহামারী রুপ নেয়া করোনা ভাইরাসের মাঝে আমাদের কাছে এই দিন এসে উপস্থিত হয়েছে মহা খুশীর দিন। প্রানঘাতী করোনা সরে নতুন প্রাণের সঞ্চয় হোক দিগন্তজুড়ে। স্বাস্থ্য বিধি মেনে উদর্যাপিত হোক এবারের ঈদ। দুরে নয় হৃদয়ে সবই এক আপনজন। এ কথা স্বরনে হোক খুশীর প্রতিটি পলকে। পরিশেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদউর ফিতর শিক্ষাকে ধারন করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সে সাথে তিনি দেশ ও জাতির সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য মহান আল্লার রহমত কামনা করেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০৫-২০২১ ১০:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 643 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ