উল্লাপাড়া উপজেলা জামায়াত আমির সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
১৪ অক্টোবর, ২০২৫ ০৪:৪৪ অপরাহ্ন

  

উল্লাপাড়া উপজেলা জামায়াত আমির সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১০-০৫-২০২১ ০৮:১০ পূর্বাহ্ন
উল্লাপাড়া উপজেলা জামায়াত আমির সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

 সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী জিহাদীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহজাহান আলী জিহাদী উল্লাপাড়া সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামের মৃত ইমান আলীর ছেলে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ জানান, রোববার উপজেলার বেশ কয়েকটি গ্রামে গোপন বৈঠকে অংশ নেন শাহজাহান আলী। সবশেষ গভীর রাতে উলিপুর এলাকায় বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন তিনি। খবর পেয়ে বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন,গ্রেপ্তারকৃত শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০৫-২০২১ ০৮:১০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1110 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com